নারায়ণগঞ্জ, সোনারগাঁও — (বুধবার বিকাল)
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি এবং নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জ) আসনের সম্ভাব্য সংসদ প্রার্থী অধ্যাপক মামুন মাহামদ স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে এক ব্যতিক্রমী মতবিনিময় সভায় অংশ নেন।
রয়েল রিসোর্টে অনুষ্ঠিত এ সভায় তিনি তার দীর্ঘ রাজনৈতিক জীবনের অধ্যায়, সংগ্রাম, উদ্দেশ্য ও আগামীর পথচলা সম্পর্কে খোলামেলা আলোচনা করেন।
সভায় প্রধান আলোচ্য বিষয়সমূহঃ
দেশের বর্তমান রাজনৈতিক অচলাবস্থা ও গণতন্ত্র পুনরুদ্ধারের রূপরেখা
নারায়ণগঞ্জ-৩ আসনকে ঘিরে তার উন্নয়ন ও পরিবর্তনের পরিকল্পনা।
জনগণের অধিকার আদায়ে তার অঙ্গীকার:
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুক্ত মতামত ও ভবিষ্যৎ করণীয়
অধ্যাপক মামুন মাহামদের মূল বার্তা:-
এই আসন শুধু ভোটের জায়গা নয়,এটি আমার অঙ্গীকারের জায়গা। নারায়ণগঞ্জের মানুষ পরিবর্তন চায় — আমি সেই পরিবর্তনের সেতুবন্ধ হতে চাই।
তিনি স্পষ্টভাবে জানান, আগামি জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রার্থী হতে তার প্রস্তুতি ও প্রত্যয় পূর্ণ।
এসময় উপস্থিত ছিলে,জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষস্থানীয় সাংবাদিকরা,বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মী
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা:-
এই মতবিনিময় সভাকে স্থানীয় রাজনীতিতে আসন্ন নির্বাচনের অন্যতম বার্তা-বহনকারী গুরুত্বপূর্ণ বৈঠক হিসেবে বিবেচনা করা হচ্ছে। সাংবাদিকদের মাধ্যমে তিনি তার জন-সম্পৃক্ত দৃষ্টিভঙ্গি তুলে ধরেন এবং আগামী দিনের কর্মসূচি গণমাধ্যমের সামনে উন্মুক্ত করেন।