
নারায়ণগঞ্জের আড়াইহাজারে রাজনৈতিক অঙ্গনে চরম উত্তেজনা বিরাজ করছে। কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ-২ আসনে মনোনয়ন প্রত্যাশী পারভীন আক্তারকে দেশীয় অস্ত্র উঁচিয়ে প্রাণনাশের হুমকি দিয়েছে এক কুখ্যাত সন্ত্রাসী। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে সে নিজেকে নজরুল ইসলাম আজাদের ঘনিষ্ঠ অনুসারী দাবি করেছে।
এ ঘটনার সূত্রপাত গত ৫ আগস্ট। দিনটি ছিল দেশনায়ক তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা কর্মসূচির প্রচারাভিযান। ওইদিন পুরিন্দা বাজারে লিফলেট বিতরণের সময় পারভীন আক্তারের ওপর হামলা চালানো হয়। হামলায় অভিযুক্ত এই সন্ত্রাসীও জড়িত ছিল বলে স্থানীয়রা জানিয়েছেন।

এ ঘটনার পুনরাবৃত্তি এবং প্রকাশ্য হত্যার হুমকিতে আড়াইহাজারের সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন। এলাকাবাসীর জোর দাবি—দ্রুততম সময়ের মধ্যে অস্ত্র উদ্ধার করে সন্ত্রাসীকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক।