
বিশেষ প্রতিনিধি:
সাময়িক বিরতি শেষে ফের নতুন রূপে হাজির হয়েছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। ওজন কমিয়ে ফিট লুকে প্রকাশ্যে আসতেই ফের আলোচনায় আসেন তিনি। নতুন লুকে নিজেকে উপস্থাপন করে ইতোমধ্যেই দর্শকদের নজর কাড়তে সক্ষম হয়েছেন এই ঢালিউড কুইন।
অন্যদিকে,সময়ের প্রতিভাবান চিত্রনায়ক আদর আজাদ সম্প্রতি শেষ করেছেন তার অভিনীত ‘পিনিক’ ও ‘ট্রাইবুন্যাল’সিনেমার কাজ। এখন তিনি ব্যস্ত ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমার প্রস্তুতিতে।
এমন সময় সম্প্রতি অপু বিশ্বাস ও আদর আজাদকে একই ফ্রেমে দেখা যায়। এরপর থেকেই শুরু হয় নতুন গুঞ্জন—তারা নাকি একসঙ্গে কাজ করছেন একাধিক চলচ্চিত্রে! চলচ্চিত্রপাড়ায় আলোচনা, অন্তত দুটি নতুন সিনেমায় অপু–আদর জুটি বাঁধা প্রায় নিশ্চিত। তবে এ বিষয়ে এখনো মুখ খুলতে চান না দুজনেই। কোনো আনুষ্ঠানিক মন্তব্য দিতে নারাজ তারা।
জুটিবদ্ধ হওয়ার গুঞ্জন আরও জোরালো হয় কোরিওগ্রাফার মাহফুজ কাদরীর এক ফেসবুক পোস্টকে কেন্দ্র করে। সেখানে অপু বিশ্বাস, আদর আজাদ এবং নির্মাতা বন্ধন বিশ্বাসের একটি ছবি প্রকাশ করেন তিনি। যদিও মাহফুজ কাদরীর দাবি—ছবিটি কেবল একটি ইভেন্টের মুহূর্ত।
তবু ভক্তদের ধারণা, পর্দায় নতুন এক তারকা জুটি হিসেবে খুব শিগগিরই দেখা মিলতে পারে অপু বিশ্বাস ও আদর আজাদকে। এখন শুধু অপেক্ষা আনুষ্ঠানিক ঘোষণার।
সংগৃহীত।