রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ পিবিআইয়ের সফলতা,৪ দিনের মধ্যে অটোরিকশা ছিনতাই ও চালক হত্যা মামলার মূল আসামিসহ ক্রেতা চক্র গ্রেফতার। মার্কিন প্রতিরক্ষা কৌশলগত প্রতিবেদন ২০২৬ প্রকাশ: মূলভূমির নিরাপত্তা ও পশ্চিম গোলার্ধে আধিপত্য পুনরুদ্ধারে অগ্রাধিকার। নারায়ণগঞ্জ-৫:দেওয়াল ঘড়ি মার্কার প্রার্থী এবিএম সিরাজুল মামুনের বিশাল জনসভা অনুষ্ঠিত। চট্টগ্রামে সেনাপ্রধানের স্পষ্ট বার্তা— গণতন্ত্রের সুরক্ষায় সেনাবাহিনী প্রস্তুত,নির্বাচন হবে অবাধ ও শান্তিপূর্ণ। ইন্ডাস্ট্রিয়াল পুলিশ লাইন্স পরিদর্শন করলেন ডিআইজি (অপারেশন ও ক্রাইম) গাছা থানা পুলিশের সফল অস্ত্র উদ্ধারে অভিযানে অংশ নেওয়া সদস্যদের পুরস্কৃত করলেন জিএমপি কমিশনার টেকনাফে কথিত অপরাধীর মৃত্যুর খবরে চাঞ্চল্য,নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে উত্তেজনা। ময়মনসিংহে পুলিশের ওপর সশস্ত্র হামলা,হাতকড়াসহ আসামি ছিনতাই।গুরুতর আহত ৫ পুলিশ সদস্য,এলাকায় র‍্যাব–সেনাবাহিনীর টহল। আত্রাই নদী থেকে দুই অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার,হত্যার আশঙ্কা। ক্যানসার রোগীর টাকা আটকে,প্রভাবশালী পলিসিধারী পেলেন প্রায় ২ কোটি টাকা।

সখিপুরে হঠাৎ বন্ধ মাহমুদ ডেনিম ফ্যাক্টরি বকেয়া বেতন না পেয়ে সড়ক অবরোধ, শ্রমিক বিক্ষোভে উত্তাল এলাকা।

বিশেষ প্রতিনিধি:দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

মাহমুদ,স্টাফ রিপোর্টার।
গাজীপুরের সখিপুরে অবস্থিত মাহমুদ ডেনিম ফ্যাক্টরি হঠাৎ করে মাসিক বেতন পরিশোধ না করেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করায় তীব্র শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। রোববার সকালে বেতন বঞ্চিত শতাধিক শ্রমিক সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করলে পুরো এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান,সকালে নিয়মিত কাজের উদ্দেশ্যে কারখানায় এসে শ্রমিকরা জানতে পারেন—কারখানার কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে বন্ধের আগে শ্রমিকদের মাসিক বেতন ও পাওনা পরিশোধ করা হয়নি। এতে ক্ষোভে ফেটে পড়ে শ্রমিকরা তাৎক্ষণিকভাবে কারখানার সামনে অবস্থান নেন এবং পরে সখিপুর সংলগ্ন গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করেন।
বিক্ষোভ চলাকালে শ্রমিকরা দ্রুত বকেয়া বেতন পরিশোধ, কারখানা পুনরায় চালু এবং কর্মসংস্থান নিশ্চিতের জোর দাবি জানান। সড়ক অবরোধের ফলে ওই এলাকায় যান চলাচল কার্যত অচল হয়ে পড়ে। দীর্ঘ যানজটে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী, কর্মজীবী মানুষ ও শিক্ষার্থীরা।
শ্রমিকদের অভিযোগ, কোনো ধরনের পূর্ব নোটিশ, আলোচনা বা সমঝোতা ছাড়াই মালিকপক্ষ হঠাৎ কারখানা বন্ধ ঘোষণা করেছে,যা সরাসরি শ্রম আইন লঙ্ঘনের শামিল। তারা জানান,বেতন না পেয়ে অনেক শ্রমিক পরিবার-পরিজন নিয়ে চরম অনিশ্চয়তা ও মানবেতর জীবনযাপনের মুখে পড়েছেন।
খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে আলোচনা শুরু করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। তবে এ ঘটনায় কারখানা কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি,যা শ্রমিকদের ক্ষোভ আরও বাড়িয়ে তুলেছে।
এদিকে শ্রমিক নেতারা কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত বকেয়া বেতন পরিশোধ ও সমস্যার স্থায়ী সমাধান না হলে বৃহত্তর আন্দোলনসহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
ঘটনাটি ঘিরে শিল্পাঞ্চলে নতুন করে শ্রমিক নিরাপত্তা, শ্রম অধিকার ও মালিকপক্ষের দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন উঠেছে।

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102