
নিজস্ব প্রতিনিধি:
ডেমরা–যাত্রাবাড়ী–ফতুল্লা অঞ্চলে সাংবাদিকতার এক গৌরবোজ্জ্বল অধ্যায়।
ডেমরা,যাত্রাবাড়ী,কদমতলী,ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ থানাধীন এলাকায় বসবাসরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত পেশাদার সাংবাদিকদের সমন্বয়ে গঠিত ঐতিহ্যবাহী সংগঠন “সাইনবোর্ড প্রেস ক্লাব”আগামী ১৭ জানুয়ারি ২০২৬ ইং (শনিবার) আনুষ্ঠানিকভাবে ১৯ বছরে পদার্পণ করতে যাচ্ছে।
এ উপলক্ষে আজ সন্ধ্যায় সাইনবোর্ড প্রেস ক্লাবের কার্যালয়ে এক উচ্চপর্যায়ের আনুষ্ঠানিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ক্লাবের সিনিয়র সাংবাদিক ও নেতৃবৃন্দের সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে, ক্লাবের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ১৯ বছরে পদার্পণ উপলক্ষে আগামী ১৭ জানুয়ারি বিকাল ৩টা ৩০ মিনিটে ক্লাব কার্যালয়ে বর্ধিত কলেবরে,আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে এক বর্ণাঢ্য মিলনমেলা আয়োজন করা হবে।
প্রস্তুতি সভায় উপস্থিত সিনিয়র সাংবাদিকরা বলেন,
২০০৮ সালে প্রতিষ্ঠিত সাইনবোর্ড প্রেস ক্লাব গত ১৮ বছর ধরে সাংবাদিকদের পেশাগত ঐক্য,নৈতিকতা,বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। স্থানীয় ও জাতীয় পর্যায়ে সংবাদ পরিবেশনের পাশাপাশি সাংবাদিকদের অধিকার,মর্যাদা ও নিরাপত্তা রক্ষায় সংগঠনটি সবসময় অগ্রণী ও বলিষ্ঠ ভূমিকা পালন করেছে।
সভায় আরও জানানো হয়,
এই মিলনমেলায় প্রবীণ ও নবীন সাংবাদিকদের মিলন, স্মৃতিচারণ,শুভেচ্ছা বক্তব্য,সংগঠনের অর্জন তুলে ধরা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়ন করা হবে। পাশাপাশি সমসাময়িক সাংবাদিকতা পেশার চ্যালেঞ্জ, সম্ভাবনা ও করণীয় বিষয়গুলো নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য,
সাইনবোর্ড প্রেস ক্লাবের কার্যালয় অবস্থিত—
হাজী সোনামিয়া মার্কেট,উত্তর সাইনবোর্ড এলাকায়।
সভা শেষে ক্লাবের নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন,
সাইনবোর্ড প্রেস ক্লাব আগামী দিনগুলোতেও পেশাদার সাংবাদিকতার মানোন্নয়ন,পারস্পরিক ঐক্য সুদৃঢ়করণ এবং দায়িত্বশীল ও জনস্বার্থভিত্তিক সংবাদ পরিবেশনে অগ্রণী ভূমিকা পালন করে যাবে।