রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ পিবিআইয়ের সফলতা,৪ দিনের মধ্যে অটোরিকশা ছিনতাই ও চালক হত্যা মামলার মূল আসামিসহ ক্রেতা চক্র গ্রেফতার। মার্কিন প্রতিরক্ষা কৌশলগত প্রতিবেদন ২০২৬ প্রকাশ: মূলভূমির নিরাপত্তা ও পশ্চিম গোলার্ধে আধিপত্য পুনরুদ্ধারে অগ্রাধিকার। নারায়ণগঞ্জ-৫:দেওয়াল ঘড়ি মার্কার প্রার্থী এবিএম সিরাজুল মামুনের বিশাল জনসভা অনুষ্ঠিত। চট্টগ্রামে সেনাপ্রধানের স্পষ্ট বার্তা— গণতন্ত্রের সুরক্ষায় সেনাবাহিনী প্রস্তুত,নির্বাচন হবে অবাধ ও শান্তিপূর্ণ। ইন্ডাস্ট্রিয়াল পুলিশ লাইন্স পরিদর্শন করলেন ডিআইজি (অপারেশন ও ক্রাইম) গাছা থানা পুলিশের সফল অস্ত্র উদ্ধারে অভিযানে অংশ নেওয়া সদস্যদের পুরস্কৃত করলেন জিএমপি কমিশনার টেকনাফে কথিত অপরাধীর মৃত্যুর খবরে চাঞ্চল্য,নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে উত্তেজনা। ময়মনসিংহে পুলিশের ওপর সশস্ত্র হামলা,হাতকড়াসহ আসামি ছিনতাই।গুরুতর আহত ৫ পুলিশ সদস্য,এলাকায় র‍্যাব–সেনাবাহিনীর টহল। আত্রাই নদী থেকে দুই অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার,হত্যার আশঙ্কা। ক্যানসার রোগীর টাকা আটকে,প্রভাবশালী পলিসিধারী পেলেন প্রায় ২ কোটি টাকা।

১৯ বছরে পদার্পণে সাইনবোর্ড প্রেস ক্লাব সাংবাদিকতার ঐতিহ্য ও ঐক্যের বর্ণাঢ্য মিলনমেলার ঘোষণা।

তাছলিমা পপি :নিজস্ব প্রতিবেদক।
  • প্রকাশের সময় : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:
ডেমরা–যাত্রাবাড়ী–ফতুল্লা অঞ্চলে সাংবাদিকতার এক গৌরবোজ্জ্বল অধ্যায়।
ডেমরা,যাত্রাবাড়ী,কদমতলী,ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ থানাধীন এলাকায় বসবাসরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত পেশাদার সাংবাদিকদের সমন্বয়ে গঠিত ঐতিহ্যবাহী সংগঠন “সাইনবোর্ড প্রেস ক্লাব”আগামী ১৭ জানুয়ারি ২০২৬ ইং (শনিবার) আনুষ্ঠানিকভাবে ১৯ বছরে পদার্পণ করতে যাচ্ছে।
এ উপলক্ষে আজ সন্ধ্যায় সাইনবোর্ড প্রেস ক্লাবের কার্যালয়ে এক উচ্চপর্যায়ের আনুষ্ঠানিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ক্লাবের সিনিয়র সাংবাদিক ও নেতৃবৃন্দের সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে, ক্লাবের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ১৯ বছরে পদার্পণ উপলক্ষে আগামী ১৭ জানুয়ারি বিকাল ৩টা ৩০ মিনিটে ক্লাব কার্যালয়ে বর্ধিত কলেবরে,আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে এক বর্ণাঢ্য মিলনমেলা আয়োজন করা হবে।
প্রস্তুতি সভায় উপস্থিত সিনিয়র সাংবাদিকরা বলেন,
২০০৮ সালে প্রতিষ্ঠিত সাইনবোর্ড প্রেস ক্লাব গত ১৮ বছর ধরে সাংবাদিকদের পেশাগত ঐক্য,নৈতিকতা,বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। স্থানীয় ও জাতীয় পর্যায়ে সংবাদ পরিবেশনের পাশাপাশি সাংবাদিকদের অধিকার,মর্যাদা ও নিরাপত্তা রক্ষায় সংগঠনটি সবসময় অগ্রণী ও বলিষ্ঠ ভূমিকা পালন করেছে।
সভায় আরও জানানো হয়,
এই মিলনমেলায় প্রবীণ ও নবীন সাংবাদিকদের মিলন, স্মৃতিচারণ,শুভেচ্ছা বক্তব্য,সংগঠনের অর্জন তুলে ধরা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়ন করা হবে। পাশাপাশি সমসাময়িক সাংবাদিকতা পেশার চ্যালেঞ্জ, সম্ভাবনা ও করণীয় বিষয়গুলো নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য,
সাইনবোর্ড প্রেস ক্লাবের কার্যালয় অবস্থিত—
হাজী সোনামিয়া মার্কেট,উত্তর সাইনবোর্ড এলাকায়।
সভা শেষে ক্লাবের নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন,
সাইনবোর্ড প্রেস ক্লাব আগামী দিনগুলোতেও পেশাদার সাংবাদিকতার মানোন্নয়ন,পারস্পরিক ঐক্য সুদৃঢ়করণ এবং দায়িত্বশীল ও জনস্বার্থভিত্তিক সংবাদ পরিবেশনে অগ্রণী ভূমিকা পালন করে যাবে।

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102