
বিশেশ প্রতিনিধিঃ-
ডিএসইর নতুন এমডি নুজহাত আনোয়ার, ইতিহাসে প্রথম নারী ব্যবস্থাপনা পরিচালক।
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (ডিএসই)-এর নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন নুজহাত আনোয়ার। ডিএসইর ইতিহাসে এই প্রথম কোনো নারী এমডি হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন তিনি।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ডিএসই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) নুজহাত আনোয়ারের নিয়োগ অনুমোদন করেছে।
নুজহাত আনোয়ারের এই নিয়োগকে পুঁজিবাজারে নারীর নেতৃত্ব ও অংশগ্রহণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, তার নেতৃত্বে ডিএসই আরও গতিশীল ও আধুনিক ব্যবস্থাপনায় এগিয়ে যাবে।
উল্লেখ্য, ঢাকা স্টক এক্সচেঞ্জ দেশের পুঁজিবাজারের প্রধান প্রতিষ্ঠান হিসেবে বিনিয়োগ, শেয়ার লেনদেন ও বাজার ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।